Pakistan | বিক্ষোভের মুখে পাক-রাষ্ট্রপতির মেয়ে, কনভয়ে হামলা, পালিয়ে বাঁচলেন আসিফা ভুট্টো

Saturday, May 24 2025, 4:51 pm
Pakistan |  বিক্ষোভের মুখে পাক-রাষ্ট্রপতির মেয়ে, কনভয়ে হামলা, পালিয়ে বাঁচলেন আসিফা ভুট্টো
highlightKey Highlights

গণ বিক্ষোভের মুখে পড়লেন খোদ পাকিস্তানের রাষ্ট্রপতির মেয়ে, যিনি নিজে পাকিস্তানের সাংসদও।


সিন্ধ প্রদেশের অন্তর্গত নবাবশাহ থেকে সাংসদে নির্বাচিত হয়েছেন পাক রাষ্ট্রপতি আসিফ আলি জ়ারদারির সাংসদ কন্যা আসিফা ভুট্টো জ়ারদারি। এর পর পরই জনরোষের কবলে পড়েছেন তিনি। লাঠি ও পাথর নিয়ে তাঁর কনভয়ে হামলা চালিয়েছে উত্তেজিত জনতা। উল্লেখ্য, সম্প্রতি সিন্ধ প্রদেশে সিন্ধু নদী থেকে চোলিস্তান এলাকায় খালের মাধ্যমে জল নিয়ে যাওয়ার একটি প্রকল্প নেওয়া হয়েছে। এর বিরোধিতা করেছেন স্থানীয় বাসিন্দা এবং বিরোধীরা। তবে এই প্রকল্পের সমর্থন করেছেন আসিফা। এর জেরেই জনরোষের মুখে পড়েছেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File