করোনা ভ্যাকসিন

কলকাতায় এল ভারত বায়োটেকের কো-ভ্যাকসিন, ট্রায়ালে প্রথম আহ্বান ফিরহাদ হাকিমকে !

কলকাতায় এল ভারত বায়োটেকের কো-ভ্যাকসিন, ট্রায়ালে প্রথম আহ্বান ফিরহাদ হাকিমকে !
Key Highlights

পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি এবং ভারত বায়োটেকের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে কো-ভ্যাকসিন। তৃতীয় দফার জন্য দেশে ২৬ হাজার মানুষের মধ্যে ট্রায়ালের দায়িত্ব পেয়েছে ২৪টি সংস্থা, তাদের মধ্যে নাইসেড অন্যতম। সেই কো-ভ্যাকসিন এল নাইসেডে, এরপরই নাইসেডের তরফ থেকে কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম-কে আজ দুপুর ১টা নাগাদ স্বেচ্ছাসেবী হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। নাইসেড সূত্রের খবর, কলকাতায় প্রথম ভ্যাকসিন নিতে পারেন ফিরহাদ হাকিম। মাইনাস ৪ ডিগ্রি তাপমাত্রায় ১০০০ টিকা সংরক্ষিত আছে। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে ট্রায়াল।