Bangladesh Constitution | সংবিধান সংশোধন করা হতে পারে, আভাস দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
ইউনূস নেতৃত্বে সংবিধান সংস্কারের মাধ্যমে নির্বাচনের আহ্বান, সংস্কার কমিশনের নেতৃত্বে শাহদীন মালিক।
সংশোধন করা হতে পারে বাংলাদেশের সংবিধান, এমনই আভাস দিলেন নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সংবিধানের উপর ভিত্তি করেই সেখানে নির্বাচন হবে বলে জানিয়েছেন ইউনূস। এর জন্য একটা কমিশন করা হবে বলেও জানান তিনি। ইউনূস বিভিন্ন বিষয় সংস্কার করার জন্য ৬টি কমিশন গঠন করার কথা বলেন। নির্বাচন ব্যবস্থার মতই সংবিধান সংস্কার করার কথাও জানান। ইউনূস বলেন, 'সমাজের সব স্তরের মানুষের প্রতিনিধিত্ব এবং স্বার্থ নিশ্চিত করার জন্য আমরা সাংবিধানিক সংস্কারের প্রয়োজন অনুভব করছি।'
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- মহাম্মদ ইউনূস