বিনোদন

Pushpa 2 | 'পুষ্পা ২'র প্রিমিয়ারে পদপিষ্ঠ হওয়া শিশুর অবস্থা আশঙ্কাজনক! ভর্তি করা হলো ভেন্টিলেশনে

Pushpa 2 | 'পুষ্পা ২'র প্রিমিয়ারে পদপিষ্ঠ হওয়া শিশুর অবস্থা আশঙ্কাজনক! ভর্তি করা হলো ভেন্টিলেশনে
Key Highlights

'পুষ্পা ২'র প্রিমিয়ারে পদপিষ্ঠ হওয়া শিশুর অবস্থা আশঙ্কাজনক! ভর্তি করা হলো ভেন্টিলেশনে

'পুষ্পা ২' সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সেই মহিলার ছেলে শ্রী তেজা। ইতিমধ্যেই ভেন্টিলেশনে রাখতে হয়েছে তাকে। মিনিমাল অক্সিজেন ও প্রেশার সাপোর্ট দেওয়া হচ্ছে। ট্রাকিস্টোমি করার কথাও ভাবছেন চিকিৎসকরা। কমিশনার জানান, শিশুকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। উল্লেখ্য, হায়দরাবাদে ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে থিয়েটারের বাইরে অনুরাগীদের ভিড় উপচে পড়েছিল। সেই ঘটনায় পদপিষ্ঠঘ হয়ে মৃত্যু হয় মহিলার। এই ঘটনায় গত শুক্রবার দক্ষিণী তারকা আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়েছিল। যদিও জামিন পেয়ে যান তিনি।