Indian Billionaire | ভারতে বিলেনিয়ারের ছাড়ালো ৩০০র গন্ডি! ‘সুপার রিচ’দের মোট সম্পত্তির পরিমাণ আরব,সুইজারল্যান্ডের GDPরও বেশি
হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৪ এর ধনকুবেরদের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় রয়েছে বলিউডের বাদশা শাহরুখ খান থেকে শুরু করে শিল্পপতি গৌতম আদানি, মুকেশ আম্বানির মতো প্রমুখরা।
প্রথমবারের জন্য ভারতে বিলেনিয়ারের সংখ্যা ৩০০ ছাড়াল। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৪ এর ধনকুবেরদের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় রয়েছে বলিউডের বাদশা শাহরুখ খান থেকে শুরু করে শিল্পপতি গৌতম আদানি, মুকেশ আম্বানির মতো প্রমুখরা। রিপোর্ট অনুযায়ী, গত এক বছরের নতুন বিলেনিয়ারের সংখ্যা ৭৫ জন। সব মিলিয়ে দেশে বিলেনিয়ারের সংখ্যা ৩৩৪। সমীক্ষায় বলা হয়েছে, দেশের ‘সুপার রিচ’দের মোট সম্পত্তির পরিমাণ ১৫৯ লাখ কোটি যা, সৌদি আরব এবং সুইজারল্যান্ডের GDP এরও বেশি।