Bangladesh | বদলের বাংলাদেশে রাতারাতি বদলাচ্ছে সিদ্ধান্ত ! উল্টো সুর গাইছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা
গতকাল মুখ্য উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান যে সরকারই ঘোষণাপত্র প্রকাশ করবে। পরে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রনেতারা জানিয়ে দেয়, তারা ঘোষণাপত্র প্রকাশ করবে না।
আজ, ৩১ জানুয়ারি ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনারে 'জুলাই বিপ্লবের ঘোষণাপত্র' প্রকাশের কথা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। গতকাল গভীর রাতে সরকারের তরফ থেকে মুখ্য উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান যে সরকারই ঘোষণাপত্র প্রকাশ করবে। এতে অবশ্য দমে যায়নি ছাত্রনেতারা। একটি বৈঠক শেষে ছাত্রনেতারা জানিয়েছে, ঘোষণাপত্র প্রকাশের বদলে আজ তারা 'ইউনিটি মার্চ' করবে। এই উদ্দেশ্যে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ৩১ জানুয়ারি কেন্দ্রীয় শহিদ মিনরে একত্রিত হবে তাঁরা।
- Related topics -
- আন্তর্জাতিক
- অন্তর্বর্তী সরকার বাংলাদেশ
- বাংলাদেশ
- মহম্মদ ইউনুস