Rice and Wheat Price । বাজারমূল্য থেকে সস্তায় চাল-গম বিক্রি করার সিদ্ধান্ত কেন্দ্র সরকারের!
ফুড কর্পোরেশনের কাছে থাকা গম বাজারে বিক্রি করবে কেন্দ্র। এফসিআই ডিপো-তে থাকা চালও বিক্রি করবে সরকার।
ফুড কর্পোরেশনের কাছে থাকা গম বাজারে বিক্রি করবে কেন্দ্র। প্রতি কুইন্টাল গম সর্বনিম্ন ২৩২৫ টাকায় বিক্রি করবে সরকার। এদিকে এফসিআই ডিপো-তে থাকা চালও বিক্রি করবে সরকার। সেই ক্ষেত্রে প্রতি কুইন্টাল চালের দাম ন্যূনতম ২৮০০ টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সরকারি আধিকারিক এই বিষয়ে বলেন, নির্দিষ্ট শুল্ক দিয়ে সাদা চালের চালানের অনুমতি দেওয়ার কথা ভাবছে সরকার। এছাড়া সিদ্ধ চাল রফতানির ওপর ২০ শতাংশ কর প্রত্যাহার ও ফিক্সড লেভি আরোপ করতে পারে কর্তৃপক্ষ।
- Related topics -
- দেশ
- ভারত
- খাদ্য
- খাদ্য দপ্তর
- কেন্দ্রীয় সরকার