Hathras Stampede | প্রকাশ্যে ' ভোলে বাবা '! পদপিষ্ট হয় ১২১ জনের মৃত্যুর ঘটনায় ' মানসিকভাবে বিধ্বস্ত ' তিনি!
Saturday, July 6 2024, 4:10 am
Key Highlightsহাথরসের সৎসঙ্গে পদপিষ্ট হয়ে ১২১ জনের মৃত্যুর ঘটনার ' কারণ ' ভোলে বাবাকে অবশেষে এলেন প্রকাশ্যে।
হাথরসের সৎসঙ্গে পদপিষ্ট হয়ে ১২১ জনের মৃত্যুর ঘটনার ' কারণ ' ভোলে বাবাকে অবশেষে এলেন প্রকাশ্যে। সংবাদমাধ্যমের সামনে বিবৃতি দিয়ে সূরয পল ওরফে নারায়ণ সাকার হরি, স্বঘোষিত এই গডম্যান জানান, ঘটনার পর থেকে তিনি মানসিকভাবে বিধ্বস্ত। পাশাপাশি, নিহতদের পরিবারকে তিনি বিচারব্যবস্থার উপর আস্থা রাখার নির্দেশও দেন। উল্লেখ্য, হাথরাস দুর্ঘটনার পর থেকে তিনি পলাতক বলে জানিয়েছিল যোগী রাজ্যের পুলিশ। অথচ এই দুর্ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে যে FIR দায়ের হয়েছে, সেখানে নামই নেই এই ভোলে বাবার। অন্যদিকে, হাথরসের দুর্ঘটনায় মূল অভিযুক্ত দেবপ্রকাশ মধুকর দিল্লিতে আত্মসমর্পণ করেছেন।
- Related topics -
- দেশ
- উত্তরপ্রদেশ সরকার
- পথদুর্ঘটনা

