Sahjahan Case | দুর্ঘটনার কবলে শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী! মৃত্যু ২জনের!

দুর্ঘটনার কবলে পড়লো শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়ি।
দুর্ঘটনার কবলে পড়লো শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়ি। ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে ভোলানাথ ঘোষের ছেলে এবং তাঁর চালকের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ভোলানাথ ঘোষ। জানা গিয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক। শেখ শাহজাহানের বিরুদ্ধে সিবিআই যে মামলা করেছে, সেই মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন ভোলানাথ ঘোষ। এদিন সকালে আদালতের একটি কাজেই যাচ্ছিলেন তিনি। সেই সময় একটি ট্রাকের সঙ্গে ভোলানাথ ঘোষের গাড়ির একেবারে মুখোমুখি সংঘর্ষ হয়।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- গাড়ি দুর্ঘটনা
- মৃত্যু
