Khadim Case | বেকসুর খালাস খাদিম কর্তা অপহরণে মূল অভিযুক্ত আখতার হোসেন! জানালো কলকাতা হাইকোর্ট

Thursday, March 27 2025, 2:59 pm
highlightKey Highlights

২৪ বছর আগের খাদিম কর্তা অপহরণের ঘটনা! অপহরণে মূল অভিযুক্ত আফতাব আনসারির ঘনিষ্ঠ ৪ পাকিস্তানি জঙ্গি সহ ৮ জনের মধ্যে একজনকে মুক্তি দিল কলকাতা হাইকোর্ট।


ঠিক ২৪ বছর আগে খাদিম কর্তা পার্থ রায়বর্মণকে অপহরণের ঘটনা ঘটেছিলো। এই মামলায় ৪ পাকিস্তানী জঙ্গি সহ ৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ২০১৭ সালে আলিপুর কোর্টের নির্দেশে ধৃতদের সবার যাবজ্জীবন কারাদণ্ড হয়। আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বার রশিদির ডিভিশন বেঞ্চ ধৃত হরিয়ানার বাসিন্দা আখতার হোসেনকে মুক্তি দিলো। ১২ বছর জেল খেটে বেকসুর খালাস হলো আখতার। তাকে অপহরণের জায়গায় কেউ দেখেনি, সাক্ষীদের এই বয়ানের ভিত্তিতে মুক্তি পেল সে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File