India's First Undersea Tunnel | সমুদ্রের তলা দিয়ে ছুটবে বুলেট ট্রেন, মহারাষ্ট্রে তৈরী হচ্ছে ভারতের প্রথম সমুদ্র সুড়ঙ্গ !
বুলেট ট্রেন প্রকল্পের জন্য মহারাষ্ট্রে ২১ কিলোমিটার দীর্ঘ টানেল নির্মাণের কাজ চলছে। যার মধ্যে ভারতের প্রথম ৭ কিলোমিটার দীর্ঘ সমুদ্রের তলদেশের টানেল রয়েছে।
গুজরাটের পর এবার মহারাষ্ট্রে চালু হতে চলেছে বুলেট ট্রেন (Bullet Train)। আর এই প্রকল্পের জন্য মহারাষ্ট্রে ২১ কিলোমিটার দীর্ঘ টানেল নির্মাণের কাজ চলছে। যার মধ্যে থানে ক্রিক এ একটি ৭ কিমি সমুদ্রের তলদেশের টানেলও রয়েছে। এটিই ভারতের প্রথম সমুদ্র তলদেশের টানেল। ভারতের প্রথম ভূগর্ভস্থ রেল স্টেশন তৈরি হচ্ছে বান্দ্রা কুরলা কমপ্লেক্স এবং মহারাষ্ট্রের শিলফাটার মধ্যে। শনিবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মুম্বইতে বুলেট ট্রেন এবং সমুদ্র তলদেশের টানেলের কাজ পরিদর্শন করলেন।