Kumortuli Case | ভোরের ফাঁকা ট্রেনেই দেহ ট্রলিতে ভরে আনা হয় কলকাতায়! কুমোরটুলি ঘাটের মুণ্ডহীন দেহ উদ্ধার কাণ্ডে চাঞ্চল্য!
Tuesday, February 25 2025, 7:41 am

পিসি শাশুড়ির দেহ টুকরো টুকরো করে ট্রলিতে ভরে ট্রেনে করে কলকাতায় নিয়ে আসে মা ও মেয়ে।
কুমোরটুলি ঘাটের মুণ্ডহীন দেহ উদ্ধার কাণ্ড নিয়ে শোরগোল কলকাতায়। পিসি শাশুড়ির দেহ টুকরো টুকরো করে ট্রলিতে ভরে ট্রেনে করে কলকাতায় নিয়ে আসে মা ও মেয়ে। পুলিশ সূত্রে খবর, ভোরের ফাঁকা ট্রেনেই দেহ আনা হয়েছিল কলকাতায়। প্ল্যান ছিল, সকাল সকাল সেই টুকরোগুলি ট্রলি ব্যাগের মধ্যে ভরে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া। কিন্তু সেই এই ‘পার্ফেক্ট প্ল্যানে’ বাধ সাধেন প্রাতঃভ্রমণকারীরা। গঙ্গাঘাটে মা ও মেয়ের হাবেভাবে সন্দেহ হয় অন্যান্যদের। ট্রলি খুলতেই দেখা যায় টুকরো দেহ। ইতিমধ্যে টুকরো দেহাংশগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
- Related topics -
- শহর কলকাতা
- ক্রাইম
- পুলিশ
- কলকাতা পুলিশ
- মৃতদেহ