Sikkim Education Minister Death । সিকিমের প্রাক্তন শিক্ষামন্ত্রীর রহস্যমৃত্যু! বাংলাদেশ থেকে উদ্ধার হলো দেহ!
Wednesday, July 17 2024, 5:23 am

বাংলাদেশের পর সিকিমে রহস্যমৃত্যু! সিকিমের প্রাক্তন শিক্ষামন্ত্রীর দেহ বাংলাদেশ থেকে উদ্ধার হলো।
বাংলাদেশের পর সিকিমে রহস্যমৃত্যু! সিকিমের প্রাক্তন শিক্ষামন্ত্রীর দেহ বাংলাদেশ থেকে উদ্ধার হলো। দুই দেশের পুলিশ-প্রশাসনের উপস্থিতিতে দেহ তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে। জানা গিয়েছে, মৃতের নাম রামচন্দ্র পৌদেল (Ram Chandra Poudel)। দীর্ঘদিন সিকিমের মন্ত্রী ছিলেন তিনি। সূত্রের খবর, আত্মীয়ের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে নিখোঁজ হন তিনি। এরপর ৬ জুলাই পরিবারের তরফে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। জানা গিয়েছে, তিস্তা নদীর বাম তীরের উপজেলার সলেডি স্প্যার বাঁধ-২ এলাকায় পৌদেলের দেহ আটকে ছিল।