Dileep Sankar । আউটডোর শুটিংই কাল হলো? হোটেলের ঘর থেকে উদ্ধার দক্ষিণী অভিনেতার দেহ

Sunday, December 29 2024, 3:31 pm
highlightKey Highlights

আউটডোর শুটিং করতে গিয়ে রহস্যজনক মৃত্যু। হোটেলের ঘর থেকে উদ্ধার জনপ্রিয় মালয়ালম অভিনেতা দিলীপ শঙ্করের দেহ।


তিরুবন্তপুরমেরই একটি হোটেলের ঘর থেকে উদ্ধার হলো জনপ্রিয় মালয়ালম অভিনেতা দিলীপ শঙ্করের দেহ। সূত্রের খবর, একটি ধারাবাহিকের শ্যুটিংয়ের জন্য তিরুবন্তপুরমে গিয়েছিলেন তিনি। দুদিন আগে শেষবার সেটে এসেছিলেন দিলীপ। শুটিংয়ে সাময়িক বিরতি ছিল। তাই তিরুবন্তপুরমেরই একটি হোটেল ঘর ভাড়া করে থেকে যান তিনি। হোটেল কর্তপক্ষের সূত্রে খবর, দুদিন রুম থেকে বেরোননি অভিনেতা। এদিন ঘর থেকে পচা গন্ধ বের হতেই কর্মীরা তড়িঘড়ি গিয়ে দরজা ভেঙে অভিনেতার দেহ উদ্ধার করে। তদন্তে নেমেছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File