শহর কলকাতা

Golfgreen Murder । গল্ফগ্রিনে মহিলার মর্মান্তিক মৃত্যু,উদ্ধার হলো মুন্ডু কাটা দেহ, রক্তে ভাসছে মেঝে

Golfgreen Murder । গল্ফগ্রিনে মহিলার মর্মান্তিক মৃত্যু,উদ্ধার হলো মুন্ডু কাটা দেহ, রক্তে ভাসছে মেঝে
Key Highlights

কলকাতায় ফের মহিলা খুন। গল্ফগ্রিন থানার কাছে রাজেন্দ্র প্রসাদ কলোনিতে বন্ধ বাড়ি থেকে মহিলার দেহ উদ্ধার করা হয়।

কলকাতায় আতঙ্ক। গল্ফগ্রিন থানার কাছে রাজেন্দ্র প্রসাদ কলোনিতে বন্ধ বাড়ি থেকে উদ্ধার হলো এক মহিলার গলা কাটা দেহ। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম নাফিসা খাতুন(৪০ বছর)। তিনি বহুদিন ধরেই ওই কলোনিতে থাকতেন। এদিন দুপুরে মৃতার মা তাঁকে খুঁজতে এসে মৃতদেহ আবিষ্কার করে। বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ ছিল। মেঝেতে গলার নলি কাটা অবস্থায় তরুণী পড়েছিলেন বলে দাবি মায়ের। ঘটনাস্থলে পৌঁছেছে গল্ফগ্রিন থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।