Gangasagar । গঙ্গাসাগরের পড়ে আছে বিরল অলিভ রিডল কচ্ছপের মৃতদেহ, হতবাক তীর্থযাত্রীরা
মেলার তোড়জোড়ের মধ্যেই গঙ্গাসাগরে ভেসে এল বিরল প্রজাতির অলিভ রিডলে কচ্ছপ।
জোরকদমে চলছে গঙ্গাসাগর মেলার তোড়জোড়। এরই মধ্যে সমুদ্রতটে ভেসে এলো বিরল প্রজাতির অলিভ রিডলে কচ্ছপের মৃতদেহ। মঙ্গলবার বিকেলে গঙ্গাসাগর মেলা ৪ নম্বর গেট সংলগ্ন সমুদ্রপাড় থেকে উদ্ধার হয় প্রায় ১০০ কেজি মৃত কচ্ছপের দেহ। কিভাবে কচ্ছপটি মারা গেলো তা নিয়ে ধোয়াঁশা রয়েছে। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, মৎস্যজীবীর জালে জড়িয়ে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে কচ্ছপটির। দক্ষিণ ২৪ পরগনা জেলা বনবিভাগের পক্ষ থেকে এই প্রাণীটির দেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হচ্ছে।
- Related topics -
- পুজো ও উৎসব
- গঙ্গাসাগর মেলা
- কচ্ছপ
- বন্যা
- পশ্চিমবঙ্গ
- রাজ্য