বাঘজানের ভবিষ্যৎ অনিশ্চিত! ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী অগ্নিকাণ্ড। ৫ মাস পরেও নিয়ন্ত্রণে আসেনি আগুন।
Thursday, November 5 2020, 12:24 pm
Key Highlights
আসামের তিনশুকিয়া জেলার বড়োসড়ো একটা তৈলখনি বাঘজান। ঠিক ৫ মাস আগে সেখানে আগুন লাগে। দেখতে দেখতে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের বনভূমিতেও। তখনই বিশেষজ্ঞরা বলেছিলেন, এত বড় অগ্নিকাণ্ড ভারতের ইতিহাসে আগে কোনোদিন ঘটেনি। আর তাই আগুন নিয়ন্ত্রণে আনতেও বেশ বেগ পেতে হয়েছে। তবে তারপর অন্যান্য নানা ঘটনার টানাপোড়েনে চাপা পড়ে যায় সেই অগ্নিকাণ্ডের খবর। কিন্তু জানা যায় ৫ মাস পরেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। সমানে জ্বলছে বাঘজানের আগুন। স্থানীয় সূত্রে বলা হয়, মে মাসের ২৭ তারিখ খনিতে আগুন লাগে।
- Related topics -
- জ্বলন্ত
- তেল ক্ষেত্র
- baghjan
- দেশ