Bangladesh | ওপার বাংলায় ফের হিন্দু নির্যাতন, ১২০০ জনের বিরুদ্ধে দায়ের মামলা

বাংলাদেশের উত্তরের জেলা রংপুরের গঙ্গাচড়ায় হিন্দুদের বাড়ি ঘরে হামলার ঘটনায় ১২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
বাংলাদেশে ফের হিন্দুদের বাড়ি ঘরে হামলা। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের উত্তরের জেলা রংপুরের গঙ্গাচড়ায়। পুলিশ সূত্রে খবর, সোশাল মিডিয়ায় ধর্মীয় উসকানি দেওয়ার অভিযোগে গত শনিবার রাতে এক বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীকে আটক করে পুলিশ। শনিবার রাতে ওই কিশোরের বিচারের দাবিতে তার বাড়ি এবং আশপাশের কয়েকটি বাড়িতেও হামলা চালায় উত্তেজিত জনতা। ওই হিন্দু এলাকার অন্তত ১৮টি বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এই হামলার ঘটনায় অজ্ঞাতপরিচয় ১২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।