Sensex | ভারতীয় শেয়ার বাজারে গড়লো সেনসেক্সের সর্বকালীন রেকর্ড!পেরিয়েছে ৭৯ হাজারের গণ্ডি!
Thursday, June 27 2024, 8:27 am

বৃহস্পতিবার প্রথমবার ৭৯ হাজারের গণ্ডি পেরিয়েছে সেনসেক্স। এদিন শেয়ার বাজারের সূচক সেনসেক্স একটা সময়ে ৭৯,০৩৩.৯১ পয়েন্টে পৌঁছে গিয়েছিল।
আজ, বৃহস্পতিবার প্রথমবার ৭৯ হাজারের গণ্ডি পেরিয়েছে সেনসেক্স। অন্যদিকে, নিফটি নতুন সর্বকালীন উচ্চতায় পৌঁছেছিল আজ। এদিন শেয়ার বাজারের সূচক সেনসেক্স একটা সময়ে ৭৯,০৩৩.৯১ পয়েন্টে পৌঁছে গিয়েছিল। এটাই ভারতীয় শেয়ার বাজারে সেনসেক্সের সর্বকালীন রেকর্ড। এরপরে অবশ্য অনেকটাই পড়ে যায় সেনসেক্স। একটা সময়ে সেনসেক্স ৭৮,৪৬৭.৩৪ পয়েন্টে পৌঁছে গিয়েছিল। তবে এরপরে ফের ধীরে ধীরে ঊর্ধ্বমুখে ছুটতে শুরু করে শেয়ার বাজারের সূচক।
- Related topics -
- অর্থনৈতিক
- অর্থনীতি
- শেয়ার বাজার
- সেনসেক্স
পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File
পেয়ে যান দিনের সেরা খবরগুলো সরাসরি আপনার ইনবক্সে
আপনার ব্যক্তিগত তথ্য আমাদের সাথে সর্বদা সুরক্ষিত।