দেশ

Ahmedabad Plane Crash | বিমান দুর্ঘটনায় কাঠগড়ায় দুই মৃত পাইলট, রিপোর্ট নিয়ে সন্দেহ প্রকাশ পাইলট অ্যাসোসিয়েশনের

Ahmedabad Plane Crash | বিমান দুর্ঘটনায় কাঠগড়ায় দুই মৃত পাইলট, রিপোর্ট নিয়ে সন্দেহ প্রকাশ পাইলট অ্যাসোসিয়েশনের
Key Highlights

আহমেদাবাদ বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্তের রিপোর্ট নিয়ে এবার সন্দেহ প্রকাশ করল পাইলটদের সংগঠন এয়ারলাইন পাইলট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (আলপা)।

বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্তে প্রকাশ্যে এসেছে ককপিটের ভয়েস রেকর্ডার। শোনা যাচ্ছে, একজন পাইলট টেকঅফের পরেই অন্যজন পাইলটকে জিজ্ঞেস করছেন, ‘তুমি কেন ফুয়েল ‘কাটঅফ’ করলে?’ অপর পাইলট জবাবে বলেন, ‘আমি ফুয়েল ‘কাটঅফ’ করিনি। আমি কিছু করিনি।’ এরপরই বিমানের যান্ত্রিক গোলযোগের থেকে পাইলটদের ভুলের দিকে ইঙ্গিত করা হয়েছে। এরপরই পাইলটদের সংগঠন এয়ারলাইন পাইলট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (আলপা) সন্দেহ প্রকাশ করেছে দুর্ঘটনার জন্য ইচ্ছাকৃতভাবে পাইলটদের দায়ী করা হয়েছে। গোটা তদন্তে অংশ নেওয়ার ইচ্ছেপ্রকাশ করেছে তাঁরা।