Hawkers । 'হকারদের উচ্ছেদ করা লক্ষ্য নয়, বরং করে দেওয়া হবে স্টল'! ‘দখল’ মুক্তি অভিযানের মাঝেই বার্তা মুখ্যমন্ত্রী মমতার!

Thursday, June 27 2024, 7:51 am
highlightKey Highlights

বৃহস্পতিবার এই প্রসঙ্গে প্রশাসনিক কর্তাদের নিয়ে ফের বৈঠক করেন মুখ্যমন্ত্রী।


 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর রাজ্য জুড়ে শুরু হয় হকারদের ‘দখল’ মুক্তি অভিযান। তবে বৃহস্পতিবার এই প্রসঙ্গে প্রশাসনিক কর্তাদের নিয়ে ফের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি জানান, হকারদের উচ্ছেদ লক্ষ্য নয়। এই অভিযানের লক্ষ্য একজন হকার একটিই জায়গাই পাবেন, একটি সিস্টেম মেনে হকারদের রাখা হবে। মুখ্যমন্ত্রী এদিন জানান, নির্দিষ্ট জোন করে দেওয়া হোক হকারদের। সিরিয়াল করে একই টাইপের স্টল করে দেওয়া হোক। সঙ্গে  হকারদের মাল রাখার জন্য আলাদা বিল্ডিং করার কথাও জানান তিনি। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File