হাইকোর্টের তরফে নোটিশ জারি করে রোগী ভর্তি বন্ধ করা হল কলকতার ৩টি বেসরকারি হাসপাতালের

Monday, May 17 2021, 8:11 am
হাইকোর্টের তরফে নোটিশ জারি করে রোগী ভর্তি বন্ধ করা হল কলকতার ৩টি বেসরকারি হাসপাতালের
highlightKey Highlights

সম্প্রতি গত সপ্তাহে বেহালা চৌরাস্তা রাজা রামমোহন রায় রোডে অবস্থিত অ্যাপেক্স নার্সিংহোমে এক রোগীকে ভর্তি করা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। তাদের স্বাস্থ্য সাথী কার্ড প্রত্যাখ্যান করা হয়; রোগীর মেয়েকে শ্লীলতাহানিও করা হয়। পাশাপাশি পার্ক সার্কাস ৪নং ব্রিজের কাছে অবস্থিত 'সামরিতন', নিউ টাউনের নতুন হাসপাতাল 'উজ্জীবন' - এই তিনটি হাসপাতাল একই মালিকানার অন্তর্ভুক্ত। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে এই তিনটি হাসপাতালের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া ও ইলেকট্রনিক্স মিডিয়ার মারফতে নানারকম অভিযোগ আসতে শুরু করেছে। সেই কারণে এই হাসপাতালগুলিতে হাইকোর্টের তরফে বিশেষ নোটিশ জারি করে রোগী ভর্তি প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File