Potato Price Hike | ৫০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে আলু! বাজারে আলুর জোগান মেটাতে ‘যুদ্ধকালীন’ নির্দেশ প্রশাসনের

Wednesday, July 24 2024, 11:00 am
Potato Price Hike | ৫০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে আলু! বাজারে আলুর জোগান মেটাতে ‘যুদ্ধকালীন’ নির্দেশ প্রশাসনের
highlightKey Highlights

বাজারে আলুর জোগান বাড়াতে হিমঘর থেকে আলু বের করার নির্দেশ প্রশাসনের।


বুধবারও কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আলু বিক্রি হচ্ছে ৫০ টাকা কিলো দরে। জোগান কম ও চাহিদা বেশি থাকায় আলুর দাম আকাশ ছোয়া। এই পরিস্থিতিতে এবার বাজারে আলুর জোগান বাড়াতে ‘যুদ্ধকালীন’ নির্দেশ অর্থাৎ হিমঘর থেকে আলু বের করার নির্দেশ প্রশাসনের। মুখ্যসচিব বিপি গোপালিকা বলেন, কোনওভাবেই বাজারে যাতে আলু সঙ্কট তৈরি না হয়, তা দেখতে হবে জেলাশাসকদের। বিশেষ করে যে জেলাতে আলু চাষ হয় এবং হিমঘর রয়েছে, সংশ্লিষ্ট জেলাশাসকদের তৎপরতার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File