Tesla Hiring in India | ভারতে ১৩টি পদে কর্মী নিয়োগ করবে টেসলা! মোদির সঙ্গে বৈঠকের পরেই বিজ্ঞপ্তি জারি মাস্কের সংস্থার!

ভারতে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিল টেসলা। ১৩টি পদে কর্মী নিয়োগ করবে টেসলা।
মার্কিন সফরে গিয়ে টেসলা কর্তা ইলন মাস্কের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। এরপরই ভারতে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিল টেসলা। ১৩টি পদে কর্মী নিয়োগ করবে টেসলা। বিজ্ঞপ্তি অনুযায়ী, টেসলা ভারতে সার্ভিস টেকনিশিয়ান, সার্ভিস ম্যানেজার, ইনসাইড সেলস অ্যাডভাইজ়ার, কাস্টমার সার্পোট সুপারভাইজ়ার, কাস্টমার সার্পোট স্পেশালিস্ট, অর্ডার অপারেশন স্পেশালিস্ট, সার্ভিস অ্যাডভাইজ়ার, টেসলা অ্যাডভাইজ়ার, পার্টস অ্যাডভাইজ়ার, ডেলিভারি অপারেশন স্পেশালিস্ট, বিজ়নেস অপারেশন অ্যানালিস্ট, স্টোর ম্যানেজার পদে কর্মী নিয়োগ করবে।
- Related topics -
- দেশ
- ভারত
- নরেন্দ্র মোদি
- ইলন মাস্ক
- কর্মী নিয়োগ