Elon Musk | টেসলা গাড়িতে হামলা, 'হত্যার পরিকল্পনা করা হয়েছে' - দাবি মাস্কের
Thursday, March 20 2025, 4:40 am

লা ভেগাসের সার্ভিস সেন্টারে হামলা চালিয়ে টেসলার একের পর এক গাড়িতে আগুন লাগানো হয়। ইলন মাস্কের দাবি, তাঁকে হত্যার পরিকল্পনা করা হয়েছে।
লাস ভেগাসে টেসলার সার্ভিস সেন্টারে হামলা চালিয়ে একের পর এক গাড়িতে আগুন লাগানো হয়েছে। অন্তত পাঁচটি গাড়ি পুড়ে ছাই হয়েছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে এফবিআই। এরপরই বিস্ফোরক দাবি করেন টেসলার সিইও ইলন মাস্ক। তাঁর দাবি, তাঁর কোম্পানির ক্ষতি করার চেষ্টা হচ্ছে , প্রানঘাতী হামলার চেষ্টা হচ্ছে তাঁর ওপরেও। মাস্ক প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ট বন্ধু। এবিষয়ে ট্রাম্প বলেন, টেসলা বা অন্য কোনও কোম্পানির ওপর এ ধরণের হামলা করলে কাউকেই ছাড়া হবে না।