দেশ

Modi on Pahalgam Attack | 'পৃথিবীর শেষ পর্যন্ত ধাওয়া করে জঙ্গিদের ধরা হবে'! পহেলগাঁওয হামলা নিয়ে প্রথম প্রতিক্রিয়া মোদির!

Modi on Pahalgam Attack | 'পৃথিবীর শেষ পর্যন্ত ধাওয়া করে জঙ্গিদের ধরা হবে'! পহেলগাঁওয হামলা নিয়ে প্রথম  প্রতিক্রিয়া মোদির!
Key Highlights

প্রধানমন্ত্রীর সাফ হুঙ্কার, ভারত প্রত্যেক জঙ্গিকে চিহ্নিত করে, তাদের ধরে, যোগ্য শাস্তি দেবে!

পহেলগাঁওয হামলা নিয়ে প্রথম প্রতিক্রিয়া জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বিহারের মধুবনিতে একটি জনসভায় বক্তৃতা দিতে গিয়ে প্রধানমন্ত্রীর সাফ হুঙ্কার, ভারত প্রত্যেক জঙ্গিকে চিহ্নিত করে, তাদের ধরে, যোগ্য শাস্তি দেবে! মোদি বলেন, ‘‘প্রত্যেক ষড়যন্ত্রী, জঙ্গি, যাঁরা এই কাজ করেছে, তারা ভাবতেও পারবে না তাদের কী শাস্তি দেওয়া হবে৷’’ তাঁর আরও বক্তব্য, ‘‘১৪০ কোটি মানুষের মনোবল কটা জঙ্গি হানা ভেঙে দিতে পারে না।’’ পৃথিবীর শেষ পর্যন্ত ধাওয়া করে জঙ্গিদের ধরা হবে বলে এদিন আশ্বাস দেন প্রধানমন্ত্রী মোদি৷