China | চিনে ভয়াবহ আগুন! রেস্তরাঁয় বিদ্ধংসী অগ্নিকান্ডে পুড়ে মৃত্যু অন্তত ২২ জনের!
Tuesday, April 29 2025, 12:14 pm

চিনের লিয়াওনিং প্রদেশের উত্তরপূর্বাঞ্চলের লিয়াওয়াং শহরের একটি রেস্তরাঁয় স্থানীয় সময় দুপুর ১২টা বেজে ২৫ মিনিট নাগাদ আগুন লাগে।
চিনের রেস্তরাঁয় বিদ্ধংসী অগ্নিকান্ডে পুড়ে মৃত্যু অন্তত ২২ জনের। জানা গিয়েছে, চিনের লিয়াওনিং প্রদেশের উত্তরপূর্বাঞ্চলের লিয়াওয়াং শহরের একটি রেস্তরাঁয় স্থানীয় সময় দুপুর ১২টা বেজে ২৫ মিনিট নাগাদ আগুন লাগে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন, উদ্ধারকারী দল। এদিকে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং রেস্তরাঁয় অগ্নিকাণ্ডকে ‘গভীর উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন এবং স্থানীয় কর্তৃপক্ষকে এ ঘটনার কারণ খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। এমনকি যারা এই ঘটনার জন্য দায়ী তাদের শাস্তি দেওয়ারও নির্দেশ দিয়েছেন।
- Related topics -
- আন্তর্জাতিক
- চিন
- চীন
- অগ্নিকান্ড