Fire Breakout । ছুটির সকালেই ভয়াবহ অগ্নিকান্ড , উল্টোডাঙায় পুড়ে ছাই রেললাইনের বস্তির ১২টি ঘর
Sunday, November 24 2024, 3:32 am
Key Highlightsরবিবারের সকালে উল্টোডাঙায় রেললাইনের ধারে বস্তিতে আগুন লেগে ১০ থেকে ১২টি বাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে।
রবিবারের সকালে ফের অগ্নিকান্ডে চাঞ্চল্য ছড়িয়েছে উল্টোডাঙায়। উল্টোডাঙায় রেললাইনের ধারে বস্তিতে আগুন লেগে ১০ থেকে ১২টি বাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৫টি ইঞ্জিন। আগুন নেভানোর জন্যে চেষ্টা চলছে এখনও। প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে আগুন। ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু।
- Related topics -
- রাজ্য
- অগ্নিকান্ড
- অগ্নি নির্বাপন ব্যবস্থা
- দমকল
- দমকল মন্ত্রী

