অনিশ্চয়তার মুখে দেশের কারিগরি শিক্ষাব্যবস্থা, মার্চেই বন্ধ হচ্ছে টেকিপ
Wednesday, March 3 2021, 5:26 am
 Key Highlights
Key Highlightsভারতের মতো উন্নয়নশীল দেশে শিক্ষাক্ষেত্রে সমানাধিকারের ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর প্রত্যন্ত অঞ্চলে কারিগরি শিক্ষার প্রসারে অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান টেকিপ। শুধুই যে পিছিয়ে পড়া অঞ্চলে শিক্ষার প্রসার, তাই নয়, কারিগরি শিক্ষার শেষে পড়ুয়াদের কর্মসংস্থানের ক্ষেত্রেও টেকিপের ভূমিকা অস্বীকার করার উপায় নেই। দুই দশক ধরে ৭টি অর্থনৈতিকভাবে দুর্বল রাজ্য এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে স্বল্প পরিকাঠামোতে কারিগরি শিক্ষক পৌঁছে দিয়ে আসছে টেকিপ। তবে ওয়ার্ল্ড ব্যাঙ্কের সাম্প্রতিক সিদ্ধান্তে এই পুরো প্রকল্পের ভবিষ্যতই অনিশ্চিত হয়ে পড়েছে। প্রথম দফার ৩৬০০ কোটি টাকা খরচ হয়ে যাওয়ার পর আর এই প্রকল্প চালানো হবে না বলেই জানিয়েছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক।
-  Related topics - 
- অর্থনৈতিক
- টেকিপ
- ওয়ার্ল্ড ব্যাঙ্ক

 
 