আন্তর্জাতিক

Pakistan Army | সীমান্তে উত্তেজনা, ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণের মহড়া দিচ্ছে পাক-সেনা!

Pakistan Army | সীমান্তে উত্তেজনা, ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণের মহড়া দিচ্ছে পাক-সেনা!
Key Highlights

৪৫০ কিলোমিটার রেঞ্জের সারফেস টু সারফেস ব্যালিস্টিক মিসাইলের সফলভাবে উৎক্ষেপণের দাবি করল পাকিস্তান।

পহেলগাওঁ সন্ত্রাসবাদী হামলায় ২৬ নিরপরাধ পর্যটকের মৃত্যুর পর থেকেই উত্তপ্ত হয়েছে রয়েছে জম্মু কাশ্মীরের লাইন অফ কন্ট্রোল। বারবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান। শুক্রবার রাতেও কুপওয়ারা, উরি এবং আখনুর এলাকার একাধিক সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালিয়েছে পাক সেনা। এবার ৪৫০ কিলোমিটার রেঞ্জের সারফেস টু সারফেস ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণের দাবি করলো ইসলামাবাদ। সূত্রের খবর, পাক সেনার লেফটেন্যান্ট জেনারেল মহম্মদ শাহবাজের উপস্থিতিতে মিসাইল টেস্টিং করেছে পাকসেনা। সীমান্তে বাড়ছে উত্তেজনা।