ছটপুজো

ছটপুজোর আগে চলছে অস্থায়ী ঘাট তৈরি, করোনায় ভীড় এড়াতে ৪৪টির পরিবর্তে ৫১টি ঘাট তৈরি করা হচ্ছে।

ছটপুজোর আগে চলছে অস্থায়ী ঘাট তৈরি, করোনায় ভীড় এড়াতে ৪৪টির পরিবর্তে ৫১টি ঘাট তৈরি করা হচ্ছে।
Key Highlights

অস্থায়ী ঘাট তৈরির জন্য বাঁশের কাঠামো পড়েছে জলে, কোথাও জলাশয়ের ধারে দাঁড়ানোর জন্য তৈরি করা হয়েছে কাঠের পাটাতন। প্রতিটি অস্থায়ী ঘাটের ধার ঘেঁষে জলের মধ্যে কয়েক ফুটের ব্যবধানে করা হয়েছে বাঁশের ব্যারিকেড। কেএমডিএ কর্তৃপক্ষ জানিয়েছেন, বৃহস্পতিবারের মধ্যে সমস্ত অস্থায়ী ঘাট তৈরি হয়ে যাবে। করোনায় ঘাটগুলিতে যাতে ভিড় না হয়, তার জন্য ৫১টি ঘাট তৈরি করা হচ্ছে। রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম বলেন, “করোনা পরিস্থিতিতে পুণ্যার্থীরা যাতে ভিড় না করে বাড়ির কাছেই কোনও জলাশয়ে পুজো দিতে পারেন, তার জন্যই অস্থায়ী ঘাট এবং কৃত্রিম জলাশয় তৈরির জন্য বলা হয়েছিল। পুজোর পরেই সেগুলি সঙ্গে সঙ্গে পরিষ্কার করা হবে।’’