WB Weather | নিম্নচাপের জেরে সব জেলাতেই বাড়বে তাপমাত্রা! রয়েছে ৯টি জেলায় বৃষ্টির পূর্বাভাসও
নিম্নচাপের জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সব জেলার রাতের তাপমাত্রা কয়েক ডিগ্রি বেড়ে যাওয়ার পূর্বাভাস দিলো আবহাওয়া দফতর।
সমুদ্রের দক্ষিণ পূর্ব প্রান্তে তৈরি নিম্নচাপের জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সব জেলার রাতের তাপমাত্রা কয়েক ডিগ্রি বেড়ে যাওয়ার পূর্বাভাস দিলো আবহাওয়া দফতর। জানা গিয়েছে, চলতি সপ্তাহের শেষ দিকে দক্ষিণবঙ্গের কলকাতা সহ ন’টি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলোর মধ্যে রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান। তবে বড়দিনের আবহে নতুন করে পারদপতন আশা করা হচ্ছে।