Weather WB | দোল উৎসবে তাপমাত্রার পারদ পৌঁছবে ৩৫-৩৬ ডিগ্রি! আগামী ৪-৫দিনে তাপমাত্রা বাড়বে ৫ ডিগ্রি সেলসিয়াস!

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দোল উৎসবে কলকাতায় ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে চড়তে পারে পারদ।
দোল উৎসবে তীব্র গরম সহ্য করতে হবে বঙ্গবাসীদের। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দোল উৎসবে কলকাতায় ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে চড়তে পারে পারদ। এদিকে জেলায় জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি পেরিয়ে যেতে পারে। আগামীকাল থেকে পারদ ঊর্ধ্বমুখী হবে। আগামী দু তিন দিনে কলকাতার তাপমাত্রা ফের ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। আগামী চার থেকে পাঁচ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।