Ahmedabad Plane Crash | বিস্ফোরণের পর তাপমাত্রা পৌঁছায় ১০০০ ডিগ্রি সেলসিয়াসে! ধ্বংসস্তূপ থেকে উদ্ধার বহু পশু-পাখির ঝলসানো দেহও!
Friday, June 13 2025, 1:32 pm
Key Highlightsমেডিক্যাল হস্টেলের উপর বিমানটি আছড়ে পড়তেই কয়েক সেকেন্ডের মধ্যেই সেটি জ্বলে ওঠে আগুনে।
টেক অফের কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়ে যাত্রিবাহী এয়ার ইন্ডিয়ার বিমান। মেডিক্যাল হস্টেলের উপর বিমানটি আছড়ে পড়তেই কয়েক সেকেন্ডের মধ্যেই সেটি জ্বলে ওঠে আগুনে। দুর্ঘটনায় মৃত্যু হয় মোট ৩১৫ জনের। স্থানীয় প্রশাসন জানিয়েছেন, বিমানটি আছড়ে পড়তেই বিমানের জ্বালানির ট্যাঙ্কে বিস্ফোরণ হওয়ার পরে মুহূর্তের মধ্যে ১০০০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় তাপমাত্রা। ওই বিপুল তাপে কারও বেঁচে থাকা কার্যত অসম্ভব। এমনকি মেডিক্যাল কলেজ হস্টেলের ধ্বংসস্তূপের মধ্যে থেকে মানব দেহের পাশাপাশি বহু পশু পাখির পুড়ে যাওয়া দেহও মিলেছে। -পাখিরাও বাঁচার জন্য পালাতে পারেনি।

