বিজ্ঞান ও প্রযুক্তি

প্রবাদে আছে কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ! গত তিন দিনে আড়াই কোটি নতুন গ্রাহক টেলিগ্রামের

প্রবাদে আছে কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ! গত তিন দিনে আড়াই কোটি নতুন গ্রাহক টেলিগ্রামের
Key Highlights

সম্প্রতি হোয়াটসঅ্যাপ যে প্রাইভেসি পলিসি বদলাতে চলেছে তা নিয়ে নানা জল্পনার উদ্ভব হয়েছে। এমন হবার পর বহু ইউজারই Telegram এবং Signal-এ ভিড় করছেন। কিন্তু অন্যদিকে হোয়াটসঅ্যাপ জানিয়েছে যে গ্রাহকদের সমস্ত তথ্যই গোপন থাকবে। অতঃপর Telegram-এর মালিক পাভেল দুরোভে তাঁর নিজের টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে জানালেন যে, গত ৭২ ঘণ্টায় ২৫ মিলিয়ন অর্থাৎ ২.৫ কোটি নতুন ইউজার যোগ করেছে Telegram। সব মিলিয়ে এই মুহূর্তে Telegram-এর অ্যাক্টিভ ইউজার-সংখ্যা ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি।