দেশবাসীর 'দেবদূত'! সোনু সুদকে শ্রদ্ধা জানাতে তাঁর মন্দির প্রতিষ্ঠা করলেন তেলেঙ্গানার বাসিন্দারা।
Wednesday, December 23 2020, 9:11 am

লকডাউন এবং আনলক পর্বে বলিউড অভিনেতা সোনু সুদকে যেরকম ভাবে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে তা এক কথায় অতুলনীয়। গত সেপ্টেম্বরেই তাঁর কাজকে স্বীকৃতি দিয়ে পুরস্কার ঘোষণা করেছে রাষ্ট্রসংঘের শাখা সংগঠন ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। স্পেশাল হিউম্যানিটারিয়ান অ্যাকশন অ্যাওয়ার্ড এ সম্মানিত হয়েছেন সোনু সুদ। এ বার একেবারে অন্য রকম সম্মান জ্ঞাপন। সোনুকে সম্মান জানাতে তাঁকে দেবতর স্থানে বসিয়ে একটা মন্দির গড়ে ফেলল তেলেঙ্গানার মানুষ। কেরলের সিদ্দিপিট জেলার দুব্বা টান্ডা গ্রামের স্থানীয়রা এই মন্দিরের উদ্বোধনও করে ফেলেছেন সম্প্রতি। সোনু জানিয়েছেন, এটা অত্যন্ত আনন্দের মুহূর্ত তাঁর কাছে ঠিকই। কিন্তু তিনি এটার প্রাপ্য নয়, তিনি এর যোগ্য নন বলে মনে করেন।
- Related topics -
- সেলিব্রিটি
- বলিউড
- অভিনেতা
- সোনু সুদ
- তেলেঙ্গানা