Kancha Gachibowli | হায়দরাবাদে ৪০০ একর জঙ্গল সংরক্ষণের দাবিতে বিক্ষোভ, পড়ুয়াদের বিরুদ্ধে যাবতীয় কেস তুলে নিল তেলঙ্গনা সরকার!
Wednesday, April 9 2025, 8:04 am
Key Highlightsবিক্ষোভকারী ৫৩ জনকে আটকও করে পুলিশ। দুই পড়ুয়াকে গ্রেফতার করা হয়।
হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় লাগোয়া কাঞ্চা গাচ্চিবাউলির চারশো একর জমিতে IT পার্ক তৈরির জন্য গুড়িয়ে দেওয়া হয় গাছের পর গাছ। ঘরছাড়া হয় শতাধিক বন্যপ্রাণী। এই ঘটনায় বিক্ষোভে নামে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। উত্তাল হয়ে ওঠে ইউনিভার্সিটি চত্বর। বিক্ষোভকারী ৫৩ জনকে আটকও করে পুলিশ। দুই পড়ুয়াকে গ্রেফতার করা হয়। তবে অবশেষে ওই পড়ুয়াদের উপর থেকে যাবতীয় কেস তুলে নিল তেলঙ্গনা সরকার। এদিন মন্ত্রিসভায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের সংগঠন, নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

