Tejas Crash | দুবাইয়ে এয়ার শোতে তেজস ভেঙে পড়ে শহীদ! নমনশকে শেষ শ্রদ্ধা উইং কমান্ডার স্ত্রীর

Sunday, November 23 2025, 3:16 pm
Tejas Crash | দুবাইয়ে এয়ার শোতে তেজস ভেঙে পড়ে শহীদ! নমনশকে শেষ শ্রদ্ধা উইং কমান্ডার স্ত্রীর
highlightKey Highlights

রবিবার পরিবারের সঙ্গে একসঙ্গে উইং কমান্ডার নমনশ সায়লকে শেষ বিদায় জানালেন স্ত্রী।


শুক্রবার দুপুরে দুবাই এয়ারশোতে ভেঙে পড়েছে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান তেজস। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে উইং কমান্ডার নমনশ সায়লের। তাঁর মৃতদেহ রবিবার হিমাচল প্রদেশের কাংড়ায় তাঁর পৈতৃক গ্রাম পাতিয়ালকারে আনা হয়। সেখানেই উইং কমান্ডার আফশান তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে স্বামী উইং কমান্ডার নমনশ সায়লকে শেষ শ্রদ্ধা জানান। এদিন পূর্ণ সামরিক মর্যাদায় তাঁর দেহ দাহ করা হয়। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু শোক প্রকাশ করে বলেন, “ভারতের একজন সাহসী পুত্র খুব তাড়াতাড়ি চলে গেলেন”।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File