Teesta | ক্রমাগত জল বৃদ্ধির কারণে দুকূল ছাপিয়ে বইছে তিস্তার জল! বন্ধ দার্জিলিং-কালিম্পং সড়ক!
প্রবল বৃষ্টির জেরে প্রায় বন্ধ হয়ে গিয়েছে দার্জিলিং-কালিম্পং সড়ক। মূলত তিস্তার জল বৃদ্ধির জেরে পেশকের রাস্তার উপর দিয়ে জল বইছে।
প্রবল বৃষ্টির জেরে প্রায় বন্ধ হয়ে গিয়েছে দার্জিলিং-কালিম্পং সড়ক। মূলত তিস্তার জল বৃদ্ধির জেরে পেশকের রাস্তার উপর দিয়ে জল বইছে। সেকারণেই ওই এলাকায় গাড়ি চলাচল আপাতত বন্ধ করা হয়েছে। এই নিয়ে তিস্তাবাজার ও সংলগ্ন এলাকার বাসিন্দাদেরও সতর্ক করা হয়েছে। অন্যদিকে, সিকিম, দার্জিলিং ও কালিম্পংয়ে প্রবল বৃষ্টির জেরে সমস্যা তৈরি হচ্ছে। ক্রমাগত জল বাড়ছে তিস্তার। দুকূল ছাপিয়ে বইছে তিস্তার জল।এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে এখনই উত্তরবঙ্গে দুর্যোগ কমার কোনও সম্ভাবনা নেই।
- Related topics -
- আবহাওয়া
- উত্তরবঙ্গ
- উত্তরবঙ্গ সংবাদ