IND vs ENG | একেই বলে কামব্যাক! ইংল্যান্ডকে উড়িয়ে ওডিআই সিরিজ় জিতল ভারত!
Sunday, February 9 2025, 5:30 pm

কটকে দ্বিতীয় ম্যাচটা ৪ উইকেটে জিতলো টিম ইন্ডিয়া। নির্ধারিত ৫০ ওভারের আগে ৪৪.৩ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তোলে ভারত।
একেই হয়তো বলে কামব্যাক! কটকে দ্বিতীয় ম্যাচটা ৪ উইকেটে জিতলো টিম ইন্ডিয়া। ম্যাচ জয়ের সঙ্গে সিরিজ়ও জিতে নিল, তাও এক ম্যাচ বাকি থাকতে। ম্যাচের সেরা ক্যাপটেন রোহিত শর্মা। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ৩ উইকেট থেকে ৩০৪ রানে ইংল্যান্ডের ইনিংস শেষ করে ভারত। ইংল্যান্ডের এই রান তাড়া করতে নেমে বিধ্বংসী মেজাজে শুরু করেন রোহিত। ৭৬ বলে আসে সেঞ্চুরি। রোহিত ও শুভমানের পার্টনারশিপ করে আসে ১৩৬ রান। নির্ধারিত ৫০ ওভারের আগে ৪৪.৩ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তোলে ভারত।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেটার
- ভারতীয় ক্রিকেটদল
- ক্রিকেট
- ভারত বনাম ইংল্যান্ড
- ইংল্যান্ড