Ind vs SL Squad । শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার! ঘোষণা হলো ইন্ডিয়ান স্কোয়াড!
Friday, July 19 2024, 8:58 am
Key Highlightsপ্রকাশ হলো ভারত বনাম শ্রীলঙ্কা টি-২০ ও ওয়ান ডে সিরিজের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড তালিকা।
প্রকাশ হলো ভারত বনাম শ্রীলঙ্কা টি-২০ ও ওয়ান ডে সিরিজের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড তালিকা। এই টি-২০ সিরিজের ক্যাপ্টেন নির্বাচিত হলেন সূর্যকুমার যাদব।সূর্যকুমারের ডেপুটি নির্বাচিত হয়েছেন শুভমন গিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজের ভারতীয় স্কোয়াডে রয়েছেন- সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন), শুভমন গিল (ভাইস ক্যাপ্টেন), যশস্বী জসওয়াল, রিঙ্কু সিং, রিয়ান পরাগ, ঋষভ পন্ত (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, খলিল আহমেদ ও মহম্মদ সিরাজ।

