খেলাধুলা

AUS vs IND | ব্যাটারদের ব্যর্থতার খেসারত দিলো দল! ১৮৪ রানে মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত টিম ইন্ডিয়া

AUS vs IND | ব্যাটারদের ব্যর্থতার খেসারত দিলো দল! ১৮৪ রানে মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত টিম ইন্ডিয়া
Key Highlights

৩৪০ রানের টার্গেট দেয় অস্ট্রেলিয়। কিন্তু ১৮৪ রানে হার মানলো ভারত।

মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার ভারতের। গ্যাবায় ড্র করে মেলবোর্ন টেস্ট খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া ও টিম ইন্ডিয়া। সেখানে ৩৪০ রানের টার্গেট দেয় অস্ট্রেলিয়। কিন্তু ১৮৪ রানে হার মানলো ভারত। ম্যাচের আধঘণ্টায় তিনটে উইকেট হারায় ভারত। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা নীতীশ কুমার রেড্ডি দ্বিতীয় ইনিংসে খেললেন মাত্র ৫ বল। দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটারদের মধ্যে দুই অঙ্কের রান পেরোলেন দুজন। যশস্বী জয়সোয়াল ৮৪ রান করেন ও ঋষভ পন্থ করেন মাত্র ৩০ রান। মেলবোর্ন টেস্ট হেরে ২-১ এ সিরিজ়ে পিছিয়ে পড়ল টিম ইন্ডিয়া।