FIBA Asia Cup | বাস্কেটবল এশিয়া কাপের যোগ্যতা অর্জনকারী পর্বে কাজ়াখাস্তানকে পরাস্ত করল টিম ইন্ডিয়া
Tuesday, November 26 2024, 11:41 am
Key Highlightsফিবা (FIBA) এশিয়া কাপ ২০২৫ এর যোগ্যতা টিনকারী পর্বে খেলতে নেমে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কাজ়াখাস্তানকে পরাস্ত করল ভারত।
এবার বাস্কেটবলেও মুখ উজ্জ্বল করতে চলেছে ভারত। কারণ বাস্কেটবল এশিয়া কাপে সুযোগের জন্য এগিয়ে গেল টিম ইন্ডিয়া। সোমবার নেহরু স্টেডিয়ামে ফিবা (FIBA) এশিয়া কাপ ২০২৫ এর যোগ্যতা অর্জনকারী পর্বে খেলতে নেমে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কাজ়াখাস্তানকে পরাস্ত করল ভারত। ৮৮:৬৯ তে ম্যাচ জয় করে টিম ইন্ডিয়া। এই ম্যাচটি জয়ের ফলে শেষ তিন বছরে ফিবা আয়োজিত কোনও ম্যাচে প্রথমবার জয় পেল টিম ইন্ডিয়া। ভারত তাদের পরের দুটো ম্যাচ খেলবে ইরান ও কাতারের বিরুদ্ধে।

