শহর কলকাতা

New Town-TCS | নিউ টাউনে নতুন দপ্তর খুলছে TCS! হবে ২৫,০০০ কর্মসংস্থান, জানালেন মুখ্যমন্ত্রী

New Town-TCS | নিউ টাউনে নতুন দপ্তর খুলছে TCS! হবে ২৫,০০০ কর্মসংস্থান, জানালেন মুখ্যমন্ত্রী
Key Highlights

সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লেখেন, “আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, এনকেডিএ বেঙ্গল সিলিকন ভ্যালিতে ২০ একর জমির উপর টিসিএসের নতুন দপ্তর তৈরি হবে’’

TCSকে নিউ টাউনের সিলিকন ভ্যালিতে মোট ২৪ লক্ষ বর্গফুটের দপ্তর তৈরির ছাড়পত্র দিল NKDA। এদিন সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী জানান, “বেঙ্গল সিলিকন ভ্যালিতে ২০ একর জমির উপর TCSর নতুন দপ্তর তৈরি হবে। প্রথম পর্যায়ে, ১১তলা অফিস টাওয়ার সহ ন’লক্ষ বর্গফুটের বিশ্বমানের পরিকাঠামো তৈরি করা হবে। তাতে ৫০০০ জনের কর্মসংস্থান হবে। দ্বিতীয় পর্যায়ে আরও ১৫ লক্ষ বর্গফুট স্থান সংযুক্ত হবে। যার ফলে আরও ২০,০০০ কর্মসংস্থান হবে। সব মিলিয়ে ২৪ লক্ষ বর্গফুট স্থান থাকবে এবং ২৫,০০০ সরাসরি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।”