Tata Electronics । ২৭,০০০ কোটির সেমিকন্ডাক্টর চিপ কারখানার নির্মাণ টাটা ইলেকট্রনিকসের! তৈরী হবে ২৭,০০০ চাকরি

Monday, August 5 2024, 1:26 pm
highlightKey Highlights

অসমে ২৭,০০০ কোটি টাকার সেমিকন্ডাক্টর চিপ কারখানার নির্মাণকাজ শুরু করল টাটা ইলেকট্রনিকস।


অসমে ২৭,০০০ কোটি টাকার সেমিকন্ডাক্টর চিপ কারখানার নির্মাণকাজ শুরু করল টাটা ইলেকট্রনিকস। দেশীয় প্রযুক্তির মাধ্যমে প্রতিদিন ৪.৮৩ কোটি সেমিকন্ডাক্টর চিপ তৈরি করা হবে বলে জানানো হয়েছে এই সংস্থার তরফে। টাটা ইলেকট্রনিকস কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই প্রকল্পের ফলে প্রাথমিকভাবে ২৭,০০০ চাকরি তৈরি হবে। ওই সেমিকন্ডাক্টর চিপ কারখানার প্রসঙ্গে টাটা সনসের চেয়ারম্যান জানান, ইতিমধ্যে অসমের ১,০০০ জনকে নিয়োগ করা হয়েছে। এই কারখানার বহর যত বাড়বে, তত সেমিকন্ডাক্টর দুনিয়ার বিভিন্ন কোম্পানি আসবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File