Tangra Case | 'ছেলেমেয়েদের শেষ ইচ্ছা'! সপরিবার আত্মহত্যার পরিকল্পনা করেও দিন পিছিয়ে দেন ট্যাংরার দে ব্রাদার্স!

Monday, February 24 2025, 7:22 am
Tangra Case | 'ছেলেমেয়েদের শেষ ইচ্ছা'! সপরিবার আত্মহত্যার পরিকল্পনা করেও দিন পিছিয়ে দেন ট্যাংরার দে ব্রাদার্স!
highlightKey Highlights

ছেলেমেয়েদের শেষ ইচ্ছা পূরণ করতেই সপরিবার আত্মহত্যার গোটা পরিকল্পনা ছকে ফেলেও দিনটি পিছিয়ে দেন ট্যাংরার দে পরিবারের দুই ভাই।


ছেলেমেয়েদের শেষ ইচ্ছা পূরণ করতেই সপরিবার আত্মহত্যার গোটা পরিকল্পনা ছকে ফেলেও দিনটি পিছিয়ে দেন ট্যাংরার দে পরিবারের দুই ভাই। পুলিশ সূত্রে খবর, পড়াশোনা পছন্দ ছিল তাঁদের দুই সন্তানেরই। পরীক্ষা সামনে চলে আসায় কদিন ধরেই জোরদার প্রস্তুতি নিচ্ছিল দুই ভাইবোন। এটা দেখার পরই দে ব্রাদার্স সিদ্ধান্ত নেয় খুন এবং আত্মহত্যা পরীক্ষার পর করা হবে। এটাকেই ছেলেমেয়েদের শেষ ইচ্ছা বলে পুলিশকে জানিয়েছেন প্রসূন এবং প্রণয়। কিন্তু পরীক্ষার জন্য অপেক্ষা করলে পাওনাদারদের চাপ বাড়তো, ফলে তার আগেই হত্যা-আত্মহত্যার সিদ্ধান্ত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File