Tamluk | তমলুকে মহিলা ডাক্তারের রহস্যমৃত্যু, 'হাতে চ্যানেল কেন?'- তদন্তে ২ সদস্যের মেডিক্যাল টিম গঠন

Saturday, October 18 2025, 1:42 pm
highlightKey Highlights

কাঁথি মহকুমার হাসপাতালের মহিলা চিকিৎসক শালিনী দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গঠন করা হলো ২ সদস্যের মেডিক্যাল টিম।


কাঁথি মহকুমার হাসপাতালের মহিলা চিকিৎসক অ্যানাস্থেটিস্ট শালিনী দাস শুক্রবার নার্সিংহোম থেকে ফিরে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। তরুণীর মায়ের অভিযোগ, তাঁর মেয়ে বাড়ি ফেরার পরে তিনি দেখেন হাতে চ্যানেল করা রয়েছে, যা বাড়ি থেকে বেরোনোর সময় তাঁর হাতে ছিল না। এর ফলে মৃত্যুর কারণ ঘিরে বাড়ে রহস্য। তমলুক থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেন শালিনীর মা। এবার এই মৃত্যুর তদন্তে ২ সদস্যের মেডিক্যাল টিম গঠন করা হলো বলে জানিয়েছেন নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File