১ ঘণ্টায় ৪৬ রকমের পদ রান্না করে বিশ্ব রেকর্ড গড়লো চেন্নাইয়ের লক্ষ্মী।
Wednesday, December 16 2020, 10:19 am
Key Highlightsএসএন লক্ষ্মী সাই শ্রী মঙ্গলবার চেন্নাইয়ে ৫৮ মিনিটে বানিয়েছে ৪৬ রকমের পদ। এরফলে তার নাম উঠেছে 'ইউনিকো বুক অব ওয়ার্ল্ড রেকর্ড'-এ। মায়ের কাছ থেকেই বিভিন্ন রকমের রান্না শিখেছে বলে জানিয়েছে তামিলনাড়ুর লক্ষ্মী। বিশ্বরেকর্ড গড়ার পর সে বলেছে, ‘‘মায়ের কাছ থেকে রান্না শিখেছি আমি। এই মাইলস্টোন ছুঁতে পেরে খুব আনন্দ হচ্ছে আমার।’’ মেয়ের এই কীর্তিতে খুশি লক্ষ্মীর মা এন কালাইমগল। তিনি বলেছেন, ‘‘তামিলনাড়ুর বিভিন্ন ঐতিহ্যবাহী রান্না আমি করি। লকডাউনের সময় মেয়ে রান্নাঘরে আমার সঙ্গে অনেকটা সময় কাটাত। সেই সময়েই রান্নার প্রতি ওর আগ্রহের বিষয়টি লক্ষ্য করি। সেই কথা স্বামীকে জানাতেই উনি রেকর্ড গড়ার চেষ্টা করতে বলেন।’’
- Related topics -
- দেশ
- তামিলনাড়ু
- বিশ্ব রেকর্ড
- চেন্নাই

