স্বমহিমায় তালিবান, বিনোদন পার্কে আগুন লাগাল জেহাদিরা

Wednesday, August 18 2021, 12:10 pm
স্বমহিমায় তালিবান, বিনোদন পার্কে আগুন লাগাল জেহাদিরা
highlightKey Highlights

গতকাল অর্থাৎ ১৭ ই আগস্ট আফগানিস্তানের শেবেরঘনের বেঘা এলাকার বোখদি বিনোদন পার্কে বাচ্চাদের বিভিন্ন আনন্দের সরঞ্জাম নিয়ে তালিবানরা খেলতে শুরু করেছিল। মুহূর্তের মধ্যে সেই দৃশ্য গোটা বিশ্বজুড়ে ভাইরাল হয়ে গেছিল। কিছুক্ষনের মধ্যে সেই বিনোদন পার্কটিকে আগুনে দাউ দাউ করে জ্বালিয়ে দেয় তালিবানরা। সেখানকার মূর্তি ভেঙে দিয়েছে তারা। ক্রমশ সোশ্যাল মিডিয়ায় একের পর এক নারকীয় ভিডিয়ো প্রকাশ্যে আসছে। পাশাপাশি তালিবানি রাজের অন্ধকার যুগ শুরুর আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File

লেটেস্ট আপডেট