আন্তর্জাতিক

Afghanistan | থাকবে না 'অ ইসলামি' এবং 'সরকারবিরোধী' কোনও বই! আফগানিস্তান জুড়ে 'বই নিধন যজ্ঞ' তালিবান সরকারের

Afghanistan | থাকবে না 'অ ইসলামি' এবং 'সরকারবিরোধী' কোনও বই! আফগানিস্তান জুড়ে 'বই নিধন যজ্ঞ' তালিবান সরকারের
Key Highlights

তালিবানের দাবি, 'অ ইসলামি' এবং 'সরকারবিরোধী' সমস্ত বই সরিয়ে হোক।

আফগানিস্তান পুনরায় দখল করার পর পর নিয়মে বদল আনছে তালিব সরকার। এবার তালিবানের দাবি, 'অ ইসলামি' এবং 'সরকারবিরোধী' সমস্ত বই সরিয়ে দেওয়া হোক। তাদের বক্তব্য, কেবলমাত্র ইসলামি আই ও শরিয়া স্বীকৃতি বই আফগানিস্তানে থাকবে! ইতিমধ্যে বিদেশ থেকে আমদানি করা সমস্ত বই খতিয়ে দেখছে তালিবরা। সেইসঙ্গে, দেশের বিভিন্ন লাইব্রেরি থেকে নিজেদের অপছন্দের বইও সরিয়ে দিচ্ছে। পাশাপাশি, তৈরি করা হয়েছে একটি তালিকা। তাতে বুঝিয়ে দেওয়া হয়েছে, কোন কোন বিষয়ের উপর লেখা বই আর আফগানিস্তানে রাখা যাবে না।